Welcome to Standard Online Shopping Store !
ক্রেতা-পরিবেশক চুক্তিনামা ও নিয়মাবলী
আমি নিম্নস্বাক্ষরকারী/কারিনী, স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড-এর সকল প্রশাসনিক
নিয়মকানুন, ব্যবসায়িক বিধানসমূহ এবং পণ্য বিপণন পদ্ধতি সম্পর্কে ভালভাবে অবগত হবার পর এতদ্বারা
স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড-এর স্বনির্ভর ক্রেতা-পরিবেশক হবার উদ্দেশ্যে আবেদন করছি।
আমি আরো অঙ্গীকার করছি যে, কোম্পানীর ব্যবসার স্বার্থে ভবিষ্যতে কোম্পানী কর্তৃক যে সকল বিধিসমূহ
আরোপিত হবে তার সবগুলো আমি মেনে চলব।
১। আমি শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ্য এবং আইনতঃ পূর্ণ বয়স্ক এবং
জন্মসূত্রে বা বৈধভাবে বাংলাদেশী নাগরিক যার অধিকার সূত্রে স্বেচ্ছায় অত্র চুক্তিনামা দলিল
সম্পাদনের সব ধরণের আইনসঙ্গত অধিকার আমার রয়েছে।
২। অনলাইন ফরমে আমার জানা মতে আমি আমার নাম, ঠিকানা, আইডি নং এবং অন্যান্য তথ্যাবলী সত্য ও সঠিক
প্রদান করেছি। যদি আমার দ্বারা প্রদত্ত তথ্যসমূহের মধ্যে একটিও ভবিষ্যতে মিথ্যা বা বিকৃত বা ভুল বলে
প্রমাণিত হয় তবে সেক্ষেত্রে কোন কারণ প্রদর্শণ ব্যাতিরেকে কোম্পানী কর্তৃপক্ষ আমার পরিবেশক পদ বাতিল
করে আইনত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।
৩। আমি স্পষ্টরূপে জানি এবং বুঝতে পেরেছি যে, কেবল মাত্র আবেদনপত্রটি পূরণ করে জমা দিলেই আমার
পরিবেশক পদ নিশ্চিত হবে না, যতক্ষণ না পর্যন্ত কর্তৃপক্ষ আমার আবেদনটি গ্রহণের মাধ্যমে এবং তা
অন-লাইন সিস্টেমে এন্ট্রি করার মাধ্যমে আমাকে যথাযথ অনুমোদন দিবেন।
৪। স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড তাদের ব্যবসা সুচারুরূপে পরিচালিত করার সুবিধার্থে যে
কোন ধরণের পদ্ধতি, বিধান, সূত্র এবং বিধি ঘোষণা করার শর্তহীন ক্ষমতা সঙ্গরক্ষণ করেন। কোন
সন্দেহ ব্যতীত সেগুলো আমার দ্বারা অনুসৃত হবে এবং প্রশ্ন উত্থাপন ব্যতীত সব সময়েই মেনে চলতে বাধ্য
থাকব।
৫। কোম্পানী কর্তৃক প্রস্তাবিত পণ্য এবং সেবাসমূহ ক্রয়ের মাধ্যমে প্রয়োজনীয় সেলস পয়েন্ট সংগ্রহ করতে
ইচ্ছুক এবং তদানুসারে অব্যাহতরূপে বিপণন কমিশন লাভের উপযুক্ততা অর্জনের উদ্দেশ্যে আমি আমার
তত্বাবধানের অধীনে স্বাধীনভাবে নিজস্ব ক্রেতা পরিবেশক দল গড়ে তুলব। আমি কখনই আমার অধীনস্ত সেলস
টিমের পরিবেশকদের আর্থিক প্রতারণা বা ব্যবসার ক্ষতি হয় এমন কাজে লিপ্ত হব না। কিংবা অসহযোগিতামূলক
আচরণ করব না।
৬। এরূপভাবে স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড-এর সাথে আমার ব্যবসা ক্ষেত্রে কখনই
কোম্পানীর একজন কর্মচারী হিসেবে বিবেচিত হব না বরং স্বেচ্ছায় আমি কোম্পানীতে স্বনির্ভর, সততা ও
নিষ্ঠার সাথে বিপণন পদ্ধতিতে কমিশন লাভের জন্য স্বনির্ভর ক্রেতা পরিবেশক হিসেবে কাজ করব।
৭। আমি কোম্পানীর মার্কেটিং বিভাগের প্রধান নির্বাহী অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালক অথবা
উপ-ব্যবস্থাপনা পরিচালকের অনুমতি ছাড়া নিজ টিমের বাইরে নতুন কোন ব্যবসায়িক আইডি কেন্দ্র খুলতে পারব
না। যদি এর ব্যতিক্রম করি তবে কর্তৃপক্ষ আমার ঐ সকল অতিরিক্ত ব্যবসায়িক আইডি গুলো এমন কি ক্ষেত্র
বিশেষে প্রয়োজন বোধে সকল আইডি অবৈধ ঘোষণা করে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে
পারবেন।
৮। আমি আগাম নোটিশের মাধ্যমে যে কোন সময় স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড-এর সাথে
ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারব। সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে কোম্পানির পাওনা, আর্থিক লেনদেন
পরিস্কার করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়াও, আমি যদি কোন ব্যক্তির সাথে অসদাচরণ, ধোকা,
প্রতারণামূলক কার্য, আর্থিক আত্মসাৎ ইত্যাদি বা নৈতিকস্থলনে লিপ্ত হই এবং দোষী সাব্যস্ত হই
সেক্ষেত্রে কোম্পানী কোন প্রকার ওজর আপত্তি বা শর্ত ছাড়া আমার পরিবেশক ক্ষমতা বাতিল করে আমার
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
৯। স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড পণ্য এবং সেবাসমূহের বিপণনের উদ্দেশ্য ব্যতীত অপর কোন
উদ্দশ্যে আমি কোম্পানীর ব্যবসায়িক নাম, কোম্পানীর মনোগ্রাম ব্যবহার করবো না। এমনকি আমি কখনোই আমার
নিজস্ব ক্ষেত্র বা মার্কেটিং পদ্ধতি তৈরি করব না বা পণ্য বিপণন করব না যাহা কোম্পানীর প্রস্তাবিত নয়
এমনকি কোন বিপণন ব্যবস্থা যা কোম্পানী কর্তৃক প্রস্তাবিত নয় এমনটি প্রয়োগ করব না, যা কোম্পানীর
ব্যবসার স্বার্থের পরিপন্থী। এই ধরনের কোন অভিযোগ আমার বিরুদ্ধে প্রমাণিত হলেই আমার পরিবেশক
পদ বাতিল করার জন্য যথেষ্ট বলে বিবেচিত হবে এবং কোম্পানী আমার বিরুদ্ধে সর্ব আদালতে ক্ষতিপূরণ দাবী
করে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন।
১০। আমি কখনোই স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড-এর ব্যবসায়িক গোপনীয়তা বা সূত্র কোম্পানীর
প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গের নিকট প্রকাশ করব না। যদি এর ব্যতিক্রম ঘটে তবে কোম্পানী
আমার পরিবেশক পদ বাতিল করার সর্ব অধিকার রাখে।
১১। যে কোন অনিবার্য কারণবশত: যেমন পন্যের শিপমেন্ট দেরি হওয়া বা বাতিল হওয়া বা হঠাৎ পন্যের উৎপাদন
বন্ধ হওয়া বা পন্যের বাজার মূল্যের বৃদ্ধি জণিত কারণে কিংবা পন্যের সরবরাহের অপ্রার্যুতার কারণে
স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড যেরূপ যথার্থ মনে করেন, সেরূপ যেকোন পন্যের সরবরাহ বা
বিক্রয় বন্ধ ঘোষণা করতে পারবেন এবং আদেশকৃত পন্যসমূহের বিপরীতে সমমানের পয়েন্ট ও সমমূল্যের পণ্য
সরবরাহ করবেন।
১২। আমার ব্যবসায়ের সহিত সংযুক্ত কোন বিষয়ে যদি কোন ধরণের অসামঞ্জস্য, অনিয়ম লক্ষ্য করি বা
সন্দেহজণিত প্রশ্ন আমার মধ্যে তৈরি হয় তবে উহা সংঘঠিত হবার ৭ (সাত) দিনের মধ্যে আমি কর্তৃপক্ষের
সঙ্গে বিষটি সুষ্ঠুভাবে সম্পন্ন করে নিতে পারব। আমার প্রাপ্তব্য কমিশন, ইনসেনটিভ ইত্যাদি সংক্রান্ত
যে কোন ধরনের ভ্রম সংশোধনের উদ্দেশ্যে কর্তৃপক্ষের অনুমোদিত ব্যক্তির সাথে পরামর্শ করতে পারব।
১৩। অত্র ব্যবসার ক্ষেত্রে পণ্য সংক্রান্ত মূল্যসংযোজন কর অর্থাৎ ভ্যাটসহ কোম্পানীর যাবতীয় আয়কর ও
অন্যান্য সরকারী খাজনা, সরকারের নিকট স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড পরিশোধ করবেন বা
দায়বদ্ধ থাকবেন। আমি কেবলমাত্র যদি আমার ব্যক্তিগত বাৎসরিক আয়কর (যদি প্রদেয় হয়) পরিশোধ করবো এবং
স্ট্যান্ডার্ড গুডস্ (প্রাঃ) লিমিটেড প্রত্যেকবার ক্রেতা-পরিবেশক হিসাবে আমার প্রাপ্তব্য
কমিশনের ৫% সার্ভিস চার্জ হিসাবে কর্তন করবেন । কোম্পানীর সার্ভিস অনুপাতে যদি কখনো প্রাপ্ত কমিশনের
সার্ভিস চার্জ বাড়ায় তা আমি মেনে নিবো।
১৪। আমি অবগত আছি যে, বিপণন কমিশনসমূহ এবং লভ্যাংশ্যসমূহ আমার দ্বারা অথবা আমার অধীনস্ত বিক্রয়কর্মী
(ক্রেতা-পরিবেশক) তারা প্রকৃতই পণ্য সেবা বিপণনের মাধ্যমেই তৈরি হবে এবং প্রদান করা হবে। কেহই আমার
নিকট এমন কোন প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি প্রদান করেন নাই যে, আমি আমার গ্রুপের পণ্য বিপণন ছাড়া কোন
সুনির্দিষ্ট কমিশন আয় বা লভ্যাংশ অর্জন করতে পারব। পণ্য তালিকা অনুযায়ী প্রস্তাবিত পন্যের যে
পয়েন্ট রয়েছে তার উপর প্রস্তাবিত কমিশন কেবলমাত্র প্রকৃত কমিশনযোগ্য অর্জনকারীদেরই দেয়া হয়। এ
বিষয়টি আমি সম্পুর্ণভাবে অবগত হয়েছি।
এমতাবস্থায় আমি নিম্নস্বাক্ষীদের উপস্থিতিতে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, অন্যের বিনা প্ররোচনায় অত্র চুক্তিনামা সহি করিয়া ব্যবসায়িক চুক্তিকে আবদ্ধ হলাম।